টেকনাফ প্রতিনিধি:
দেশব্যাপি বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফের সীমান্ত শহরে এক প্রতিবাদ মিছিল সাধারণ ছাত্রদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময় পুলিশ সদস্যদের নিরব থাকতে দেখা যায়।
৪ আগষ্ট (রবিবার) দুপুরের দিকে সাধারণ ছাত্ররা একটি প্রতিবাদ মিছিল বের করে টেকনাফের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনের ঝর্ণা চত্বর মোড়ে এসে বিভিন্ন স্লোগানে মুখরিত করে।এসময় ছাত্রদের সাথে সাধারণ জনগণ একাত্মতা প্রকাশ করেন।
পরে নেতৃত্বদান কারী একাধিক ছাত্র দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন এ বৈষম্য বিরোধী আন্দোলন কোন রাজনৈতিক দলের এজেন্দা বাস্তবায়নের আন্দোলন নই, এটা সাধারণ ছাত্রদের বৈষম্য বিরোধী আধিকার আদায়ের আন্দোলন।যারা এ আন্দোলনে বাধা সৃষ্টি করবে আমরা তাদেরকে জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করে ছাড়ব, ইনশাআল্লাহ।দেশব্যাপি এ আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবনা।
অভিভাবক, শিক্ষক এবং আপামর জনসাধারণকে তাদের এ আন্দোলনের সাথে যোগদানের আহবান জানান।৷৷ এছাড়া অপরদিকে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। এই মিছিলে টেকনাফ পৌর আওয়ামীলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ,পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
পাঠকের মতামত