টেকনাফ প্রতিনিধি:
দেশব্যাপি বৈষম্যবিরোধি আন্দোলনের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফের হ্নীলা স্টেশনে বিক্ষোভ মিছিলে ছাত্রদের সাথে সাধারণ মানুষের অংশগ্রহন ছিল চোখে পড়ার মত।
৩ আগষ্ট (শনিবার) বিকাল সাড়ে ৩ টার দিকে সাধারণ ছাত্ররা একটি গণ মিছিল লিখা ব্যানার নিয়ে হ্নীলা বাস স্টেশনে মিছিলটি বের করে।
মিছিলটি হ্নীলা বাসস্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনশক্তি বৃদ্ধি করার মধ্যদিয়ে স্টেশনের চৌরাস্তার মোড়ে পথ সভায় মিলিত হলে সাধারণ জনগণ তাদের সাথে একাত্মতা প্রকাশ করে। ফলে পথ সভাটি জন সমুদ্রে রূপান্তরিত হয়।
পরে নেতৃত্বদান কারী একাধিক ছাত্র দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন এবং বলেন এ বৈষম্য বিরোধী আন্দোলন কোন রাজনৈতিক দলের এজেন্দা বাস্তবায়নের আন্দোলন নই, এটা সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধি আধিকার আদায়ের আন্দোলন।
যারা এ আন্দোলনে বাধা সৃষ্টি করবে আমরা তাদেরকে জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করে ছাড়ব, ইনশাআল্লাহ।দেশব্যাপি এ আন্দোলন সফল না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবনা।
অভিভাবক, শিক্ষক এবং অপামর জনসাধারণকে তাদের এ আন্দোলনের সাথে যোগদানের আহবান জানান।###
পাঠকের মতামত