ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪ ৫:৩৬ পিএম

রেজাউল করিম রেজা,পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় ৩দিন টানা প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও সাগরের জোয়ারের পানি ঢুকে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির কারণে জনজীবন চরম দূর্ভোগে পড়েছে। পানিবন্দি হয়েছে পড়েছে অন্তত ৫ হাজার মানুষ। পানির তোড়ে দুইটি খালের চার পয়েন্টে বাধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। বহু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে বহু রাস্তাঘাট। পানিতে তলিয়ে গেছে ধানের বীজতলা ও সবজি ক্ষেত।

সরেজমিনে দেখা গেছে, টইটং ইউনিয়নের মালগারা, শের আলী মাস্টার পাড়া, আলেকদিয়া পাড়া, নিতান্তঘোনা, বটতলী, নতুন পাড়া, জালিয়ার চাং, সোনাইছড়ি মৌলভী পাড়া, মাঝের পাড়া, শিলখালী ইউনিয়নের পেঠান মাতবর পাড়া, আলী চাঁন মাতবর পাড়া, হাজির ঘোনা, জারুলবনিয়া, সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি, নন্দীরপাড়া, পুর্ব মেহেরনামা, মুরারপাড়া, বলিরপাড়া, সৈকতপাড়া, সরকারিঘোনা, উজানটিয়া ইউপির দক্ষিণ সুতাচুড়া কালার পাড়াসহ অন্তত ২৫ গ্রাম পানিতে তলিয়ে গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এসব এলাকার মানুষের চলাফেরা স্থবীর হয়ে পড়েছে।

এদিকে দুপুরে টইটংয়ে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) নুর পেয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।

টইটং ইউপির সদস্য আবদুল জলিল বলেন, পাহাড়ি ঢলে পুঁইছড়ি ও নুনাছড়ি খালের চারটি পয়েন্টে বাধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। মালগারা এলাকায় শতাধিক ঘরে পানি ঢুকেছে। সবজিক্ষেত ও ধানের বীজতলা তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

শিলখালী ইউপির সদস্য আব্দুস ছামাদ বলেন, ৩দিন ধরে ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে ৪-৫টি গ্রাম প্লাবিত হয়েছে। যেকোন সময় বহু রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম বলেন, টইটংয়ে অন্তত ৪টি পয়েন্ট পাহাড়ি ছড়ার বাধ ভেঙে গেছে। প্রায় তিনশো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। চেয়ারম্যানকে দ্রুত সময়ে ভাঙা অংশ মেরামতের জন্য বলেছি। ####

পাঠকের মতামত

টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার,গ্রেফতার-৩

         কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে অটোরিক্সা থামিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে অপহৃত দুইজনকে উদ্ধার এবং অপহরণকারি চক্রের ...

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি রোহিঙ্গা শিবিরে

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ ...

নাফনদীতে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে প্রায় আড়াই লক্ষ ইয়াবা উদ্ধার

         কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে  ২ লক্ষ ৮৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড ...

সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

         ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। ...

দু'দিনের বার্ষিক আয়োজনে পরিচালক মিশু- ওশান প্যারাডাইসের কর্মীরা নৈতিকতা-সেবা ও কর্মদক্ষতায় প্রসিদ্ধ

         কর্মজীবীরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। পর্যটন জোনের তারকা হোটেল গুলোর সুনাম এখানকার বিভিন্ন বিভাগে কাজ করা ...