আলাউদ্দিন, উখিয়া :
সারা দেশে ছড়িয়ে পড়া কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী চলমান ছাত্র আন্দোলন উখিয়া উপজেলায়ও বিস্তার হতে পারে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় উপজেলার কোর্টবাজার স্টেশন ও বেলা আড়াইটায় থাইংখালী স্টেশনে দুটি পৃথক কর্মসূচি পালন হতে পারে।
শহর-বিশ্ববিদ্যালয়ফেরত ও স্থানীয় সাধারণ শিক্ষার্থীরা মিলে এ আয়োজন করতে যাচ্ছে বলে জানা গেছে।
এতে উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সমন্বয়ক পর্যায়ের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও উপজেলা পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। তারই অংশ হিসেবে বৈষম্যের বিরুদ্ধে দলমতনির্বিশেষে তারা শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদ মিছিল-সমাবেশ করতে যাচ্ছে। সহিংসতা-সংঘর্ষ এড়াতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।
উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সালা উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আন্দোলনমুখর শিক্ষার্থীদের উদ্দেশে এক বার্তায় জানিয়েছেন, দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন চলছে। যেটা ছাত্র সমাজের একটি যৌক্তিক দাবি। একজন ছাত্রপ্রতিনিধি হিসেবে আমিও চাই, এ সমস্যার একটি যৌক্তিক সমাধান হোক। আশা করছি খুব দ্রুত সময়ে এই সমস্যার একটি সুন্দর সমাধান হবে। তাই আমরা উখিয়া উপজেলার ছাত্রসমাজের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করুন। উখিয়ার ছাত্রসমাজ ইতিপূর্বে তেমন কোনো সংঘাতে জড়ায়নি। এখনো আশা করব আপনারা শান্ত ও সতর্ক থাকবেন, যেন আপনাদের ব্যবহার করে তৃতীয়পক্ষ সুবিধা নিতে না পারে।
এ ব্যাপারে প্রশাসনের ভূমিকা নিয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, আমরা গভীরভাবে নজর রাখছি।
পাঠকের মতামত