উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীতে আকিজ গ্রুপের গুদাম থেকে রক্তাক্ত অবস্থায় এক সেলস ম্যানেজারের মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বালুখালী সৈয়দ কাশেমের বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার আজিম (৪৮) লোহাগাড়া পদুয়া আলী সিকদার পাড়ার মৃত জেবর মুল্লুকের ছেলে।
জানা গেছে, তিনি বালুখালী আব্দুল মাজেদ কোম্পানির ডিলারশিপে কাজ করছিল দীর্ঘদিন ধরে।
পুলিশ বলছে, তার মাথায় ভারী একটি রডের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সেই রড উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বালুখালী থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
নিহত আনোয়ার আজিম আকিজ গ্রুপের সেলস ম্যানেজার হিসেবে বালুখালীতে কর্মরত ছিলেন।
পাঠকের মতামত