চকরিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক
কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় ডাকাতি করতে সড়কে ব্যারিকেড দেওয়ার সময় খবর পেয়ে তাৎক্ষণিক ...
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া রেললাইনের পাশ থেকে নাম পরিচয়হীন অজ্ঞান এক কিশোরকে উদ্ধার করেছে স্থানীয়ারা। ছেলেটির আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সে উপজেলার মালুমঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার সময় তাকে চকরিয়া মালুমঘাট হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে হাসপাতালে চিকিৎসা প্রদান করছে বলে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালটির প্রহরী মোঃ শফিউল্লাহ।
তিনি জানান যে, অজ্ঞান কিশোরটির এখনো কোনো নাম পরিচয় পাওয়া যায়নি, খুটাখালী এলাকার স্থানীয় লোকজন কিশোরটিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়ে দেয়। কেউ যদি তার পরিচয় সনাক্ত করতে পারেন তাহলে এই নাম্বার যোগাযোগ করার অনুরোধ করা হলো।
পাঠকের মতামত