উখিয়া ও টেকনাফে পৃথক ঘটনায় এনজিও কর্মী সহ দুটি লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ডাম্পার (গাড়ি) ধাক্কায় এক নারী এনজিও কর্মী নিহত।অপর ...
জাহাঙ্গীর আলম,টেকনাফ( কক্সবাজার)সংবাদদাতাক ক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তাৎক্ষনিক তার পরিচয় পাওয়া যায়নি।
শনিবার(১৩ জুলাই) দুপুর ১ টার দিকে টেকনাফের দমদমিয়া সংলগ্ন নাফনদী থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ নৌ-পুলিশের ইনচার্জ ( পরিদর্শক) তপন কুমার বিশ্বাস।
তিনি বলেন, শনিবার দুপুরের সময় জানতে পারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন নাফনদীতে স্থানীয়রা এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পড়নে হাফ প্যান্ট ছিল।
তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত