ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ১১, ২০২৪ ১১:১৪ পিএম

প্রতিনিধি।কক্সবাজারের কলাতলী সৈকতপাড়ায় ঘটে যাওয়া এক মর্মান্তিক পাহাড় ধসে একটি পরিবারের সকলেই চাপা পড়ে। অন্যান্য সদস্যদের জীবিত উদ্ধার করা হলেও মিম নামের একটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) মাগরিবের পর পাহাড় ধসের এ ঘটনাটি ঘটে কক্সবাজারের কলাতলির সৈকত পাড়া এলাকায়।

টানা বর্ষণের ফলে আজ কক্সবাজারে ৩৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে পড়ে, যা পরিবারটির উপর আঘাত হানে।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সাথে উদ্ধারকাজ চালিয়ে যান এবং পরিবারের সাত সদস্যকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু মিম নামের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, যা পুরো এলাকার বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা মনজুর আলম বলেন গাছ এবং পাহাড় ধসে পড়ে ওই পরিবারটির উপর। এতে সদস্য চাপা পড়ে পরে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা মিলে তাদেরকে জীহিত উদ্ধার করলেও মৃত উদ্ধার করা হয় মিমকে।

উদ্ধারকাজে নিয়োজিত দলের প্রধান বলেন, “আমরা সর্বাত্মক চেষ্টা করেছি সবাইকে নিরাপদে উদ্ধার করতে। পরিবারের সাত সদস্যকে জীবিত উদ্ধার করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত মিমকে বাঁচানো সম্ভব হয়নি।”

জানা যায়,কলাতলূর সৈকতপাড়ার সেলিজের পরিবারেী স্ত্রী নুর জাহানসহ তাদের সন্তান লামিয়া হাবিবা, হুজাইফা, মাওয়া ও মিম মাটির নিচে চাপা পড়ে। পরে তাদেরকে সেখানা থেকে জীবিত উদ্ধার করা গেলেও মিমকে মৃত উদ্ধার করা হয়।

স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দ্রুত উদ্ধার কাজে অংশগ্রহণ করে এবং দুর্ঘটনাস্থলে প্রাথমিক সহায়তা প্রদান করে। এলাকার মানুষও নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

এছাড়াও আজকে সকালে শহরের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে এবং ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরিপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে আজকে একদিনে পাহাড়ধসে কক্সবাজারে ৪ জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে ।

পাঠকের মতামত

উখিয়ায় বিপিজেএফ'র পরিচিত পর্ব ও প্রথম সভায় বক্তারা পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করার আহবান

         বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদ্য গঠিত উখিয়া উপজেলা শাখার পরিচিত পর্ব ও প্রথম ...

শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...

উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

         কক্সবাজারের উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ (তম) হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ...

রাজাপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ মুহসিন শ্রমিক-জনতার জীবনমান উন্নয়নে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই

         মুমিনদের জীবন হবে সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো একটি জীবন। যে জীবন অতিবাহিত করার মাধ্যমে অনন্ত ...

ট্রাইব্রেকারে ধীরেন্দ্র একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মাধবচন্দ্র একাদশ উখিয়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

         খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইব্রেকারে গড়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ। ...