ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ১১, ২০২৪ ১০:১৯ পিএম

প্রতিনিধি।কক্সবাজারের উখিয়ার মোছারখোলা এলাকায় অভিযান চালিয়ে ৫ আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব৷ এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর রাতে উখিয়ার ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের মোছারখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়৷গ্রেফতাররা হলো- উখিয়া ক্যাম্প-১৫ এর বাসিন্দা মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. নেছার (৩০), একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে রবি আলম (১৮), মো. শাকের আহমেদের ছেলে মো. আবুল কালাম (২৮), বাশারের ছেলে মো. আইয়ুব (২২) এবং উখিয়ার স্থানীয় বাসিন্দা আব্দু রহমানের ছেলে আবুল হোসেন (২০)।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) মো. আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, র‍্যাব-১৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এ সন্ত্রাসী সংগঠন আরসার একদল সদস্য বিপুল পরিমাণ অস্ত্রসহ ক্যাম্পে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ১১ জুলাই ভোরে ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোছারখোলা নামক স্থানে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাবের আভিযানিক দল কর্তৃক সন্ত্রাসী সংগঠন আরসার ৫ জন সশস্ত্র সন্ত্রাসীকে ৬টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু বিভিন্ন অস্ত্রের অ্যামুনিশন নিশে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ইউনুস মাঝি, মৌলভী ইব্রাহিম ও আরাফাতের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের আরসার একটি গ্রুপ ক্যাম্প-১৫ এ অবস্থান করে। তারা উখিয়া ও হ্নীলার পাহাড়ী এলাকায় স্থানীয় কৃষকসহ নিরীহ লোকদের অপহরণপূর্বক মোটা অংকের টাকা আদায় করে থাকে।

######

পাঠকের মতামত

শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...

উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

         কক্সবাজারের উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ (তম) হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ...

রাজাপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ মুহসিন শ্রমিক-জনতার জীবনমান উন্নয়নে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই

         মুমিনদের জীবন হবে সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো একটি জীবন। যে জীবন অতিবাহিত করার মাধ্যমে অনন্ত ...

ট্রাইব্রেকারে ধীরেন্দ্র একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মাধবচন্দ্র একাদশ উখিয়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

         খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইব্রেকারে গড়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ। ...

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ ...