নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের রামু থানাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩৬৫০পিচ কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বিজিবি। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি অটোরিক্সা (সিএনজি) ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (৮ জুলাই) বিকেলে খুনিয়াপালং ইউনিয়নের চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণ ইউনিয়নের চরপাড়ার রবি হালসানার ছেলে মো: অন্তর হালসানা ও উখিয়া উপজেলার পালংখালী তেলখোলা গ্রামের আবদু শুক্কুরের ছেলে নুরুল আলম।
জানা গেছে, মাদক বহনে ব্যবহৃত গাড়ীটির মালিক অছিয়র রহমানের ছেলে আবুল কালাম (৩০)।
উখিয়া উপজেলার পালংখালী তেলখোলা গ্রামের বাসিন্দা। যার গাড়ী নং কক্স-১১-৪৫৭৪।
পরে আটককৃতদের রামু থানায় সোপর্দ করা হয় বলে রামু ৩০ বিজিবির নায়েক সুবেদার মো: আবদুল করিম।
এ ব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানিয়েছেন, ধৃত দুই আসামী ও জব্দকৃত আলামতসহ সংশ্লিস্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
পাঠকের মতামত