ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ৯, ২০২৪ ১১:০৫ পিএম

 

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ১০ ভাড়াটিয়া রোহিঙ্গাকে আটক করেছে উপজেলা প্রশাসন।

এ সময় একজন স্থানীয় বাড়ির মালিককে আটক করা হয়। এ ছাড়া আরও দুই বাড়ির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরের দিকে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেহ আহমেদের নেতৃত্বে থানাপুলিশ ও গ্রামপুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

রোহিঙ্গাদেরকে বাসা ভাড়া দেওয়ার অপরাধে আটক ব্যক্তির নাম জামাল উদ্দিন (৩৫)। তিনি পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আশারপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে। জরিমানা করা হয় একই ওয়ার্ডের জামতলী এলাকার হাজি গোলাম বারীর ছেলে মো. হোসেন (৬০) ও একই এলাকার নজির হোসেনের ছেলে আব্দুর রহিমকে (৪৫)। তাদেরকে এক হাজার করে অর্থদণ্ড দেওয়া হয়।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেহ আহমেদ বলেন, রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

টেকনাফের গহীণ জঙ্গল থেকে মা হারা হাতির বাচ্চা উদ্ধার ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর

         কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গহীন জঙ্গল থেকে সদ্য ভুমিষ্ট হওয়া এক হাতির বাচ্চা উদ্ধার ...

রাত হলেই শীতার্তদের মাঝে কম্বল নিয়ে ছুঁটছেন চকরিয়া উপজেলা প্রশাসন

         বেশ কয়েকদিনের প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন হতদরিদ্র অসহায় মানুষ। এসব অসহায় মানুষের শীত নিবারনে জন্য ...

পুনরায় সভাপতি জুলফিকার সেক্রেটারি রাশেদ পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের কমিটি গঠন

         বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পূনরায় সভাপতি হিসেবে ...