আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী সঞ্চালনায় এই প্রথম সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান,উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মরজিনা আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী,টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি,সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় রুদ্র,পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান।
এতে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ,
বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আদনান চৌধুরী নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেন। পরে তাদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করেন নেন ইউএনও।
উল্লেখ্য যে, নবনির্বাচিত চেয়ারম্যান জাফর আহমদ দ্বিতীয় বারের মত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছেন। তিনি উপজেলার উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রথম কর্মদিবসের এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার পুরোনো অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলার সর্বক্ষেত্রে উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করে যাবো।
এসময় ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী ৫ বছরের জন্য উপজেলা পরিষদের সকল উন্নয়নমূলক কাজ দেখবেন।
পাঠকের মতামত