গত তিন মাসে চকরিয়া থানা পুলিশের অভিযানে ১২ ডাকাতসহ ৪৭৮ জন আসামি গ্রেপ্তার
মুকুল কান্তি দাশ,চকরিয়া: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ৩ মাসে হত্যা, ডাকাতি, ...
নিজস্ব প্রতিবেদক।
জেলা পরিষদের শুন্য হওয়া আসনে টেকনাফ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ। এ পদে অপর দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তারা হলেন, মোহাম্মদ আলম বাহাদুর ও মাওলানা রফিক উদ্দিন। রবিবার(৭ জুলাই) টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তারা দুজন প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন। ফলে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জেলা পরিষদের টেকনাফে সাধারণ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রয়াত সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র মাহবুব মোর্শেদ৷
তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আগামী ১০ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পাঠকের মতামত