নিজস্ব প্রতিবেদক :
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণে উৎসাহী করে তুলতে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ শুরু করেছেন ইউপি সদস্য।
রোববার (৭ জুলাই) বেলা ১২টায় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিনের উদ্যোগে রাজাপালং ইউনিয়নের হাঙ্গরঘোনা অরবিন্দু বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে অসংখ্য আমের চারা বিতরণ করা হয়।
ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, বর্ষার মৌসুমে ধাপে ধাপে তার ওয়ার্ডের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হবে।
তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীদেরকে গাছ লাগানোর ব্যাপারে উৎসাহ জাগাতে আমার এ উদ্যোগ। গাছের চারা নিয়ে তারা বাড়ির আঙিনায় রোপণ করবে, যাতে তাদের দেখাদেখি অভিভাবক ও স্থানীয়রাও বৃক্ষরোপণে সচেতন হয়।ফলজ বৃক্ষ বিতরণকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত