পেকুয়ায় হামলায় মেডিকেল অফিসার সহ আহত-২
রেজাউল করিম রেজা, বিশেষ প্রতিনিধি কক্সবাজারের পেকুয়ায় হামলায় অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসারসহ দুইজন আহত ...
প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা। এ সময় একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি ও দুটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৫-এর সি-৬ সাব ব্লকে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, ওই ক্যাম্পের সি-৬ সাব ব্লকের নুর ছালামের ছেলে মোহাম্মদ জুবায়ের(২৬) ও ডি-২ সাব ব্লকের সুনা মিয়ার ছেলে মো. শফিক (৩৩)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, দেহ তল্লাশি করে তিন রাউন্ড রাইফেলের গুলি, পাঁচটি রাইফেলের গুলির খোসা এবং কোমরে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় পাওয়া দুটি শর্টগানের কার্তুজসহ তাদের গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত