আলাউদ্দিন, ক্যাম্প থেকে ফিরে…
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) ৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগমন করেন তিনি।
সাথে ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম, জাতিসংঘ অণুবিভাগের ফাইয়াজ মুর্শিদ কাজী, মহাপরিচালক (মিয়ানমার অণুবিভাগ) মিয়া মোহাম্মদ মাইনুল কবির, মো. জোবায়েদ হোসেন (পরিচালক পররাষ্ট্র সচিবের দপ্তর), সিনিয়র সহকারী সচিব (মিয়ানমার অণুবিভাগ) বিশ্বজিৎ দেবনাথ, সহকারী সচিব সাজ্জাদ হোসেন, পিও টু ডিজি জাকির হোসেন ও শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার মিজানুর রহমান।
এ সময় তারা রোহিঙ্গা ক্যাম্প-২০-এর এম-৩৯ ব্লকে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্তৃক পরিচালিত ইনোভ্যাশন ভ্যালি পরিদর্শন করেন। এ সময় আইওএম কর্তৃক নবনির্মিত রোহিঙ্গা শেল্টার পরিদর্শন করেন।
এরপর ক্যাম্প-১৮-এর এম-১২ ব্লকে অবস্থিত এনজিও সংস্থা স্কাস কর্তৃক পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। এ সময় ওই লার্নিং সেন্টারে অধ্যায়নরত রোহিঙ্গা শিশুদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং লার্নিং সেন্টারের শিক্ষাব্যবস্থা সম্পর্কে অবগত হন।
বেলা পৌনে ১২টার দিকে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-১৮-এম-১২ ব্লকে অবস্থিত ফায়ার সার্ভিসের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এর পরে একে একে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-১২-এর এ-২ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন করেন। পরে ঘুমধুম বিওপিসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কে ফটোসেশনে অংশগ্রহণ করেন। দুপুর সোয়া একটা পর্যন্ত প্রতিনিধি দলটি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে অবস্থিত এনজিও ফোরাম কর্তৃক পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি দুপুর দেড়টার দিকে কক্সবাজারের উদ্দেশে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
পাঠকের মতামত