আব্দুস সালাম,টেকনাফ( কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরতে গিয়ে বাবা ও ছেলে দুইজনই নিখোঁজ। নিখোঁজের একদিন পর ছেলে মো. রুহুল আমিনের লাশ নাফনদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।
উদ্ধার হওয়া ভিকটিম রুহুল আমিন টেকনাফের জাদিমুড়া ব্লকঃ বি/৭ এর নুর উল্লাহ’র ছেলে।
বুধবার ( ৩ জুলাই) দুপুর ১২ টার দিকে টেকনাফের দমদমিয়া নাফনদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।
ভিকটিমের বরাত দিয়ে তপন কুমার বিশ্বাস জানান,মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১ টার দিকে টেকনাফের আশ্রয় শিবিরের ক্যাম্প-২৭ জাদিমুড়া বি/৭ ব্লকে বসবাসরত নুর উল্লাহ (৪৭) ও তার ছেলে রুহুল আমিন(২০) নামের দুইজন রোহিঙ্গাকে নাফ নদীতে মাছ ধরতে গেলে চলমান ভারী বর্ষণের কবলে পড়ে নাফ নদীতে ডুবে যায়।
পরবর্তীতে বুধবার (৩ জুলাই) দুপুর ১২ টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাজ ঘাটের নাফনদীতে নিখোঁজ রুহুল আমিনের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেলে তার পিতা নুর উল্লাহ’ এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি তারা পুলিশকে খবর দিলে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
পাঠকের মতামত