নিজস্ব প্রতিনিধি।টানা বর্ষণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত আড়াইটা ও ভোর চারটার দিকে উখিয়ার ৮ (ইস্ট) ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতেরা হলেন, ক্যাম্প-১১-এর এফ-১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) এবং অপরজন টেকনাফের লেদা এলাকার বাঙালি মো. আলম ও রোহিঙ্গা সাহারা খাতুন দম্পতির ছেলে সিফাত (১৩)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন এ তথ্য জানান।
ওসি বলেন, চলমান ভারি বর্ষণে পাহাড়ের ওপরে থাকা শেল্টার ধসে ক্যাম্প-১১-এর বাসিন্দা আনোয়ার হোসেন ভোর চারটার দিকে মাটিতে চাপা পড়ে নিহত হয়। এর আগে ক্যাম্প-৮ (ইস্ট) ৪১ ব্লকে সিফাত নামের এক কিশোর রাত আড়াইটার দিকে মাটি চাপা পড়ে নিহত হয়।
নিহত সিফাত টেকনাফের লেদা থেকে এখানে তার মামার ঘরে বেড়াতে এসেছিল বলে জানান ওসি শামীম হোসেন।
নিহতদের মরদেহ উদ্ধার-পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান জানিয়ে তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প ১, ৩, ৪, ৬, ৭, ১১, ১২ ও ২০ (এক্সটেনশন)-এর বিভিন্ন ব্লকে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় শতাধিক শেল্টার ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। ক্যাম্প ইনচার্জদের নির্দেশক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের লার্নিং সেন্টারে ও এনজিও সংস্থার অফিসসহ সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পাঠকের মতামত