ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ২৭, ২০২৪ ৯:৪৮ পিএম

 

ঈদগাঁও প্রতিনিধি।বিশ্বের দীর্ঘতম সমুদ্র বারান্দাখ্যাত স্বপ্নের দরিয়ানগর কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার গণমাধ্যম সংশ্লিষ্টদের বিভেদ প্রকাশের প্লাটফ্রম ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত ও প্রত্যাশিত নির্বাচন শুক্রবার (২৮ জুন) অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মোট ৭ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে একাধিক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওইসব পদে মনোনয়পত্র জমাদানকারী বৈধ প্রার্থীদের দায়ীত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন।

অবশিষ্ট যেসব পদে একাধিক প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়েছে, সেই সব পদে সরাসরি ব্যালটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আজাদ মনসুর।

নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার জন্য নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার, ঈদগাঁও উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলামের হাতে নির্বাচন পরিচালনা সংক্রান্ত যাবতীয় মালামাল, ব্যালট ও অন্যান্য কাগজপত্র বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে হস্তান্তর করা হয়।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সেলিম উদ্দিন ও আনোয়ার হোছাইনের সমন্বয়ে দায়ীত্বপ্রাপ্তরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করায় উপজেলার মিডিয়া পাড়ায় চলছে উৎসবমুখর পরিবেশ।

এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিজয় ছিনিয়ে নিতে ভোটারদের মনোরঞ্জনে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

উপজেলার মূল ধারার সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সাংবাদিক সংগঠন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের এ নির্বাচনকে ঘিরে উপজেলা প্রশাসন ও সচেতন মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

এছাড়া আলোচিত এ নির্বাচন পর্যবেক্ষণে জেলা-উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহল উপস্থিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি টেকনাফে গ্রেপ্তার

           আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজছাত্র হত্যার মামলায় আসামি রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ...

প্রতারক আবদুল গণির বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানি মামলা

          ব্যবসায়ীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রচার করায় নিজস্ব প্রতিবেদক। পত্রিকায় অসম্মানজনক ও মানহানিকর সংবাদ প্রকাশ ...

সাবেক উপজেলা চেয়ারম্যান ভুট্টো সহ ৩৯ জনের বিরুদ্ধে রামু থানায় মামলা

          নিজস্ব প্রতিবেদক ২০১৮ সালের সংসদ নির্বাচনে রামুর চৌমুহনীস্থ বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ...

উখিয়ায় চবি শিক্ষার্থী সায়েদ হোসেন সন্ত্রাসী হামলার শিকার

           আরফাত হোসেন চৌধুরী:: উখিয়ার জালিয়াপালং সোনার পাড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সায়েদ হোসেন সন্ত্রাসী হামলার ...

টেকনাফে সড়ক দূর্ঘটনায় আহত  কলেজ ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

           আব্দুস সালাম,টেকনাফ কক্সবাজার টেকনাফের হ্নীলা রংগীখালী এলাকার কলেজ ছাত্র আবছার উদ্দিন সড়ক দূর্ঘটনায়  আহত ...