আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের মহেশখালীয়া পাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় জড়িত এক রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়।আটককৃতারা হলেন,উখিয়া বালুখালী ৯নম্বর ক্যাম্পের ব্লক-এইচ/২৪,এফসিএন নং-১০৪৭৮৬ বাসিন্দা মৃত সুলতান আহমেদের ছেলে মোঃ অছি উল্লাহ(৩৭)ও সাবরাং ইউনিয়নের ডেগিল্যারবিল এলাকার মোঃ হাকিম আলী ছেলে মোঃ ছব্বির আহম্মদ(৩৯)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃআবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বুধবার (২৬জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া ঘাট মেরিন ড্রাইভ এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র্যাব-সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। তাদের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। ধৃতদের হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাদক কারবারীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পাশ্ববর্তী সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করতো। পরবর্তীতে তা স্থানীয় এলাকা ও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে তাদের নির্ধারিত এজেন্টদের মাধ্যমে বিক্রয় করে মাদক সেবনকারীদের নিকট পৌঁছে দিতো।একই সাথে তারা এই মাদক পাচারে অবলম্বন করতো নিত্য নতুন অভিনব পদ্ধতি।তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত