আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে মেরিনড্রাইভ সড়কে অটোরিকশা (সিএনজি)তল্লাশি চালিয়ে ৫০বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ আয়ুব(৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর বিশেষ জোনের সদসয়রা।আটক আয়ুব টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর নাজির পাড়ার মৃত ফয়েজ আহাম্মদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,মঙ্গলবার (২৫জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরই নেতৃত্বে ডিএনসির একটি টিম হাবিবছড়া ঘাটস্থ টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে সিএনজির পিছনের সিটে বসা মোহাম্মদ আয়ুব নামে যাত্রীর কাছে থাকা কাঁধে ঝুলানো একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ৫০বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন,এ ঘটনায় ডিএনসির টেকনাফ বিশেষ জোনের এসআই গোপাল কৃষ্ণ দাশ টেকনাফ মডেল থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পাঠকের মতামত