জাহাঙ্গীর আলম
কক্সবাজারের টেকনাফ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. রিয়াজ উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করছেন র্যাব-১৫।
গ্রেফতার মো. রিয়াজ উদ্দিন টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড লম্বাবিলের আব্দুর রশিদের ছেলে।
রবিবার (২৩ জুন) দিনগত রাতে কক্সবাজার র্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল লম্বাবিল এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
তিনি জাানান,গোপন সংবাদে খবর আসে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় মাদক কারবারিরা ইয়াবা ট্যাবলেট ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত তথ্যে রবিবার দিনগত রাতে কক্সবাজার র্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মো. রিয়াজ উদ্দিন নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। এবং তার অপর এক সহযোগী র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে গ্রেফতার ব্যক্তির হেফাজত থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
–
পাঠকের মতামত