শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ায় আড়ম্বরপূর্ণ নানা কর্মসূচি মধ্য দিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।এসব কর্মসূচির মধ্যে আছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার(২৩জুন)বিকালে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডঃ জমির উদ্দিন,কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রাজাপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী,উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী,উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদুল আলম,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক আজাদ,এম এ মন্জুর,আওয়ামী লীগ নেতা সাংবাদিক রতন কান্তি দে,রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজাপালং ইউনিয়ন পরিষদ সালা উদ্দিন,রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড:এটিএম রশিদ,পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু ও জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ,উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন,উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশা ও উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ শেখর ও উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম। এর আগে উখিয়ার পাঁচটি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে আলোচনা সভায় যোগদান করেন।
#######
পাঠকের মতামত