সৈকত সড়ক বিলীনের আশঙ্কা!
কক্সবাজারের উখিয়ার মনির মার্কেট এলাকায় রেজুখালের করাল গ্রাসে ভাঙ্গনের কবলে পড়েছে কোর্টবাজার- ইনানীর সৈকত সড়ক। ...
জাহাঙ্গীর আলম,টেকনাফ( কক্সবাজার) সংবাদদাতা
উত্তাল সাগরের মধ্যেই সেন্টমার্টিন থেকে দু’টি ট্রলারে শাহপরীর দ্বীপে পৌঁছলো ৯০জন যাত্রী।বৃহস্পতিবার ( ২০ জুন) বিকালে ট্রলার দু’টি টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছেছে।বিষয়টি জানিয়েছেন সাবরাং ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম।
তিনি জানান,বৃহস্পতিবার বিকালে সেন্টমার্টিন দ্বীপ থেকে দু’টি সার্ভিস ট্রলার করে ৯০ জন যাত্রী শাহপরীর দ্বীপ জেটিঘাটে নিরাপদে পৌঁছেছে।পরে তারা নিজ নিজ গন্তব্য চলে যান।
সেন্টমার্টিন স্পিডবোট মালিক সমিতির লাইনম্যান জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরের পরে সেন্টমার্টিন জেটিঘাট থেকে দু’টি সার্ভিস ট্রলারে ৯০ জন যাত্রী শাহপরীর দ্বীপে নিরাপদে পৌছেছে। একটি ট্রলারে ৪৬ জন আরেক ট্রলারে ছিল ৪৪ জন।এর মধ্যেই ৪০ জন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। এবং সঙ্গে রোগীও ছিল।
পাঠকের মতামত