টেকনাফ প্রতিনিধি :
টানা ভারী বৃষ্টি’র কারনে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পাহাড় ধসে রোহিঙ্গা ও স্থানীয় সহ ৯ জন নিহতের ঘটনায় এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে।
সে সঙ্গে নিখোঁজ আরো দু’জনকে উদ্ধারের কাজ করছেন র্যাব, ফায়ার সার্ভিস,এপিবিএন পুলিশের সদস্যরা।
বুধবার ( ১৯ জুন) ভোর রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ও থাইংখালিত এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়ার পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গফুর উদ্দিন চৌধুরী।
তিনি জানান,বুধবার ভোর রাত থেকে টানা ভারী বৃষ্টি’র কারনে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সহ থাইংখালিতে পাহাড় ধসের ঘটনা ঘটে।এ ঘটনায় রোহিঙ্গা ও স্থানীয় সহ ৯ জন নিহত হয়েছেন।এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন পুলিশ ও হোয়াইক্যং কক্সবাজার র্যাব-১৫ হোয়াইক্যং সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেন।পরে নিহতদের উদ্ধার করার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এর মধ্যেই আরও দু’জন মত রোহিঙ্গা নিখোঁজ রয়েছে শুনলাম,তাদের উদ্ধার র্যাব সদস্যরা সহ ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
কক্সবাজার র্যাব-১৫ হোয়াইক্যং সিপিসি-২ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান,ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনার খবর পেয়ে আমি সহ হোয়াইক্যং র্যাব ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ গ্রহন করি।পরবর্তীতে ৯ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করা হয়।এখনো র্যাবের টিম ক্যাম্পে কাজ করছেন।
এর মধ্যেই এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের পাশাপাশি কক্সবাজার র্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং র্যাব ক্যাম্পের সদস্যরা ভোর থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
পাঠকের মতামত