প্রকাশিত:
জুন ১৭, ২০২৪ ২:২৮ পিএম
কক্সবাজার প্রতিনিধি।মুসলমানদের ঘরে ঘরে কোরবানির পশু জবাই হচ্ছে। পশু জবাই দিয়ে অনেকেই আহত হয়। এবার কোরবানির ঈদেও ৫৫ জন লোক পশু জবাই করতে গিয়ে আহত হয়ে ঢামেকে ভর্তি হয়েছে বলে জানা যায়। এদিকে রামুতে কোরবানির পশু জবাই করার সময় গরুর লাথিতে আব্দুল কাদের নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সরোয়ার উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ সোমবার ঈদের দিন (১৭ জুন) ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘুদালিয়া কাঁটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম বলে জানা গেছে।
জানা গেছে, ঈদের জামায়াত শেষে গরু জবাই দেওয়ার সময় গরুর লাথিতে আহত হন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় তার।
পাঠকের মতামত