ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ১৩, ২০২৪ ১০:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে এক সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ জুন) সাড়ে ১১টার সময় উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

এ সময় ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয় উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাসেল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা কমিশনার (ভূমি) সালেহ আহমেদ, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক মেডিক্যাল অফিসার) সাজেদুল ইমরান শাওন, বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহে আলম, উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম, উখিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশীদ, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে ও রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় নব নির্বাচিত উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেছেন উখিয়া-টেকনাফের একটি বদনাম আছে। সেটা হল মাদক। এই বদনাম ঘোচাতে সবার সহযোগিতা কামনা করেছেন। এছাড়া রোহিঙ্গা সমস্যা। এরা প্রতিনিয়ত খুন খারাবিতে লিপ্ত। একটি পঞ্চ বার্ষিকী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ মে তৃতীয় ধাপে কক্সবাজারের উখিয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ হওয়ার পর বুধবার (১২ জুন) শপথবাক্য পাঠ করেন তারা।

#######

পাঠকের মতামত

উখিয়ায় বিপিজেএফ'র পরিচিত পর্ব ও প্রথম সভায় বক্তারা পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করার আহবান

         বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদ্য গঠিত উখিয়া উপজেলা শাখার পরিচিত পর্ব ও প্রথম ...

শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...

উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

         কক্সবাজারের উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ (তম) হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ...

রাজাপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ মুহসিন শ্রমিক-জনতার জীবনমান উন্নয়নে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই

         মুমিনদের জীবন হবে সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো একটি জীবন। যে জীবন অতিবাহিত করার মাধ্যমে অনন্ত ...

ট্রাইব্রেকারে ধীরেন্দ্র একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মাধবচন্দ্র একাদশ উখিয়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

         খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইব্রেকারে গড়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ। ...