শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাধারণ রোহিঙ্গারা এক রোহিঙ্গা সন্ত্রাসীকে পিঠিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ক্যাম্প অভ্যন্তরে মুখোমুখি অবস্হান নিয়েছেন। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত ঘটনাস্হলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত হলো উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা নাজির আহমেদ এর ছেলে সৈয়দ আমিন(৩৫)।
ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন।মঙ্গলবার(১১জুন)দুপুর আড়াইটার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে।
জানা যায়,মঙ্গলবার দুপুরে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে বসবাস করছিল আরএসও সদস্য
সৈয়দুল আমিন।সৈয়দুল আমিনকে একদল সাধারণ রোহিঙ্গারা এলোপাতাড়ি মারধর করেন। এসময় পাশ্ববর্তী রোহিঙ্গারা উদ্ধার করে গনস্বাস্হ্য হাসপাতালে ভর্তি করেন।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শামীম হোসেন বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজন নিহত হয়। এ ঘটনায় মামলা রুজু করা হয়। এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে অভিযান অব্যাহত রয়েছে।
######
পাঠকের মতামত