প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮জুন) বিকাল ৪টায় আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর পরিচালনায় বক্তারা স্বাধীনতা যুদ্ধ, দেশ ও দলে জিয়াউর রহমানের অবদান নিয়ে আলোচনা করেন।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম-সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজিব, সহ-সভাপতি দলি়লুর রহমান শাহীন, নুরুল ইসলাম সিকদার, কৃষক দলের আহবায়ক মনির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, ফজল কাদের, জানে আলম, মির্জা জহির, নুরুল আলম, আবুল হোসেন, জিএম ইদ্রিস, ফয়সাল সিকদার টিটু, যুবদলের আহবায়ক সাইফুর রহমান সিকদার, সদস্য সচিব খাইরুল আমিন, রিদুয়ানুর রহমান বাপ্পী, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিদুয়ান সিদ্দিকী, সদস্য সচিব জাফর আলম, তাতী দলের আহবায়ক মোহাম্মদ আমিন, ছাত্রদলের আহবায়ক জয়নুল আবেদীন, সদস্য সচিব রিদুয়ানুর রহমান, মোর্শেদুল হক ভূট্টো সহ অনেকে।
যুবদল নেতা সোহেল রানার কুরআন তিলাওয়াতে শুরু হওয়া সভা শেষে কৃষক দল নেতা আবুল হাসান আলীর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত