আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলা চত্বর ও বাস স্টেশনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে টেকনাফ উপজেলা ভ্রাম্যমান আদালত।
শনিবার (৮ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী ।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদহীন পণ্য বিপণনের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। টেকনাফ জিরো পয়েন্ট শাপলা চত্বরের বনফুল, ফুলকলি ৪টি প্রতিষ্ঠান ও মধুবনের ১টি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়৷ এর মধ্যে ফুলকলির ২টি প্রতিষ্ঠান ও মধুবনের ১টি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত