জাহাঙ্গীর আলম,টেকনাফ( কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফের এক জেলে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১২ ঘন্টা পর মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।ভিকটিম জেলে টেকনাফ সাবরাং ২ নম্বর ওয়ার্ড কুয়ানছরি পাড়ার মার্কিন মিয়ার ছেলে আবুল কালাম(৫০)।
বুধবার(৫ জুন)দিনগত রাত ১২ টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে খোরের মুখে জাল পেচানো মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ ওসমান গনি।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান,বুধবার দুপুর ১২ টার দিকে সাগরের টেকনাফ সাবরাং কোয়াং ছড়ি পাড়ার খোরের মুখ অংশে কয়েকজন জেলে সহ আবুল কালামও মাছ ধরতে যায়।পরে অন্য জেলেরা সবাই ফেরত আসলেও আবুল কালাম ফেরত আসেনি।পরে তাকে খোঁজাখুঁজি করে রাত ১২টার দিকে মেরিন ড্রাইভ খোরের মুখ স্থানে হাতে জাল পেচানো মৃত্যু অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান,লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত