প্রকাশিত:
জুন ৫, ২০২৪ ৬:৫৮ পিএম
উখিয়া প্রতিনিধি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ফাত্রাঝিরি এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি। মঙ্গলবার (৪ জুন) রাতে ৩৪ বিজিবির অধীনস্থ রেজুপাড়া বিওপির টহলদল এ অভিযান চালায়।
কক্সবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল (৪ জুন) রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ফাত্রাঝিরি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।
পাঠকের মতামত