উখিয়া প্রতিনিধি।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর প্রেসিডেন্ট মিসেস কেট ফোর্বস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টার দিকে উখিয়ার ১১ নম্বর ক্যাম্পে আগমন করেন তিনি।
কেট ফোর্বসের সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ড. ওবায়দুল কবির চৌধুরী ও ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী হেলাল। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১০ জনের একটি দলসহ তারা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ক্যাম্প-১১-এর ইনচার্জের সঙ্গে ক্যাম্পের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে ওই ক্যাম্পের ডিস্ট্রিবিউশন সেন্টারে বাচ্চাদের মাঝে কাপড়, সাবান, ইত্যাদি বিতরণ করেন। সি ব্লকে তাদের দেওয়া রোহিঙ্গা শেড পরিদর্শন করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্প-১২-এর প্রাইমারি হেলথকেয়ার হাসপাতাল পরিদর্শন করেন। ওই ক্যাম্পে থাকা পানি ডিস্ট্রিবিউট সেন্টার পরিদর্শন করেন।
এর পরে দুপুর সোয়া ১টার দিকে ক্যাম্প-৪-এর ইউএনএইচসিআর-এর সঙ্গে যৌথভাবে থাকা এমআরআরও সেন্টার পরিদর্শন করেন।
২টার দিকে ট্রানজিট ক্যাম্পে থাকা রেড ক্রিসেন্টের ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন। শেষে বেলা ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজার উদ্দেশে রওনা করেন কেট ফোর্বস।
#####
পাঠকের মতামত