ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ৩, ২০২৪ ৭:২৯ পিএম

 

বিশেষ প্রতিনিধি।

বান্দরবানের  নাইক্ষ্যংছড়ি সীমান্তের পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচর মালাকাটা ঘোনায় বিজিবি-চোরাকারবারীর মধ্যকার গোলাগুলিতে

গুলিবিদ্ধ হয়েছে একজন। বিজবির উপর হামলার পর বিজিবির ৪ মোটরবাইক পুড়ে দিল স্বশস্ত্র  চোরাকারবারী দলটি। পরে বিজিবি জব্দ করে ২০ হাজার ইয়াবা টেবলেট ও   মিয়ানমার থেকে পাচার করে আনা কোটি টাকার সিগরেট।

ঘটনাটি ঘঠেছে ৩ জুন,সোমবার ভোর সকাল ৬ টার। এ সময় বেশ ৫০ / ৬০ রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে।  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল সাহল আহমদ নোবেল।  এ সময় তিনি এ প্রতিবেদককে জানান,চোরাকারবারীরা এ পথ দিয়ে ইয়াবা পাচার হচ্ছে খবর পেয়ে অভিযানে নামে। পরে উদ্ধার হয় সিগরেট ও ইয়াবা।এ অভিযানে ছিলেন নেতৃত্ব দেন মেজর আশিক ও মেজর  রাফি।

 

এদিকে ১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল সাহল আহমেদ নোবেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান,সোমবার পৌঁনে ৬ টার দিকে তার পাঠানো  টহলদলটি ঘটনাস্থলে উপস্থিত হয় । এ পর্যায়ে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন চোরাকারবারী ও দুষ্কৃতিকারীরা নিজাম ডাকাতের নের্তৃত্বে সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে হামলা করতঃ গুলি (৫০-৬০ রাউন্ড) করতে করতে অগ্রসর হয়। ঘটনার প্রেক্ষিতে জানমাল রক্ষার্থে আনুমানিক ৬ ঘটিকায় মেজর রাফি-উস-হাসান এর নেতৃত্বে হাবিঃ মোঃ হুমায়ন কবির কর্তৃক এসএমজি দ্বারা পাল্টা ফায়ার করা হয়। তথাপিও দুষ্কৃতকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে ৪টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। উক্ত ঘটনায় ১ জন চোরাকারবারী আহত হয়েছে বলে জানা যায়।

এ সময় তারা বিদেশী ৯৮ কাটুন সিগরেট ও ২০ হাজার ইয়াবা টেবলেট জব্দ করেন।

 

গর্জনিয়া ইউনিয়ন পরিষদ মেম্বার আবুল কাশেম জানান,এ ঘটনাটি তার ওয়ার্ডেই ঘটেছে। তবে ভোর ৬ টার পর। তখন তিনি বাড়িতে ছিলেন। চোরাকারবারীরা  মিয়ানমার থেকে অবৈধভাবে বিদেশী সিগরেট পাচারকালে অভিযান শুরু করলে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় জব্দ হয় ৮০ লক্ষাধিক টাকার সিগরেট।

চোরাকারবারীদের ভাড়াটে শ্রমিকদের দেয়া আগুনে বিজিবির ৪ মোটর বাইক আগুনে পুড়িয়ে দেয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান,মূলত আহত নেজাম ডাকাত একজন শ্রমিক। আর যারা বহন করছিল তারা সবাই শ্রমিক। তবে তাদের ৩ জন গড়ফাদার রয়েছে।

যাদের নাম নিতে তারা ভয় পাচ্ছে। যদিও  সেই ৩ সীমান্ত চোরাকারবারী গড়ফাদার নাম সাংবাদিকদের বলেছেন পত্রিকায় তাদের রেফারেন্সে না দিতে।

বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা ও গর্জনিয়া এলাকায় সন্ত্রাসী আতংক ছড়িয়ে পড়েছে। তবে বিজিবি জানান পরিস্থিতি স্বাভাবিক ও  নিয়ন্ত্রনে রয়েছে।

 

পাঠকের মতামত

উখিয়ায় বিপিজেএফ'র পরিচিত পর্ব ও প্রথম সভায় বক্তারা পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করার আহবান

         বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদ্য গঠিত উখিয়া উপজেলা শাখার পরিচিত পর্ব ও প্রথম ...

শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...

উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

         কক্সবাজারের উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ (তম) হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ...

রাজাপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ মুহসিন শ্রমিক-জনতার জীবনমান উন্নয়নে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই

         মুমিনদের জীবন হবে সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো একটি জীবন। যে জীবন অতিবাহিত করার মাধ্যমে অনন্ত ...