শহিদুল ইসলাম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।শুক্রবার(৩১মে)সকাল ১১টার দিকে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আসেন।এরপর ঘন্টাব্যাপী বৈঠকে মিলিত হয়।৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের কার্যালয় পরিদর্শন শেষে সেখানে একটি আম গাছের চারা রোপণ করেছেন।এছাড়া একটি ব্লক পরিদর্শন কালে বেশ কয়েকজন রোহিঙ্গাদের সাথে কথা বলতে দেখা গেছে।ক্যাম্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যারা মাদক কারবারী, সন্ত্রাসী তাদেরকে নজরদারীতে রাখা হয়েছে। আর নতুন করে কোন রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেবেন না বলে আবারো সাফ জানিয়ে দেন।রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে অস্ত্রের ঝনঝনানি। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে। যারা ক্যাম্পে নানা ধরনের অপরাধ সংঘটিত করছে। কিন্তু ক্যাম্পে এসব আর চলবে না। নিয়মিত ক্যাম্পে টহল চলবে। যেখানে এপিবিএন, পুলিশ, বিজিবি ও র্যাব একসঙ্গে যৌথ টহল দেবে। আর সবসময় প্রস্তুত সেনাবাহিনী। যখন জরুরি প্রয়োজন পড়ে তখন সেনাবাহিনীও কাজ করে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল উদ্দেশ্য হলো, ক্যাম্পকে নিরাপদ করা। এখানে খুন-খারাপি, রক্তপাত এসব চলবে না। সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে যৌথভাবে কাজ করবে। এসময় সাথে ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, এপিবিএন প্রধান সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত মহাপরিদর্শক আনোয়ার হোসেন, ৮ এপিবিএনের অধিনায়ক মো. আমির জাফর, ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল, ১৬ এপিবিএনের অধিনায়ক হাসান বারী নূর, জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।এর আগের দিক বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
#####
পাঠকের মতামত