ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ২৯, ২০২৪ ২:৪৩ পিএম

 

আব্দুস সালাম টেকনাফ (কক্সবাজার)
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে আজ বুধবার (২৮ মে) টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

ভোটগ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। সকালে টেকনাফ উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা কিছুটা বাড়ছে।

টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন,জাফর আহমদ(আনারস),নুরুল আলম(টেলিফোন),দিদার মিয়া (মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম(টিউবওয়েল), রফিক উদ্দিন (মাইক),আবু সিদ্দিক আবু(চশমা)।

উল্লেখ্য টেকনাফ উপজেলায় মোট ৫৯টি কেন্দ্রে ১ লাখ ৮০ হাজার ৮০৩ জন ভোটার এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৭৫ জন, নারী ভোটার ৮৮ হাজার ৭২৬ জন এবং ২জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

পাঠকের মতামত

চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু

         মুকুল কান্তি দাশ,চকরিয়া: কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে রোকসানা আক্তার (১৭) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ...

গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন মহেশখালীর বেলাল

           কক্সবাজার প্রতিনিধি : গ্রীষ্মকালীন উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ...

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এলো ২০০ মেট্রিক টন পেঁয়াজ

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা হয়েছে আরও ২০০ মেট্রিক ...

ঘুমধুমে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান:১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার:-সিএনজি জব্দ:গ্রেফতার-৩

           শহিদুল ইসলাম। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকায় র‌্যাব- বিজিবি যৌথ ...