ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ২৮, ২০২৪ ১০:০৯ পিএম

 

ডেস্ক রিপোর্ট
তৃতীয় ধাপে ৬ষ্ঠ বারের উপজেলা পরিষদ নির্বাচন বুধবার (২৯) মে। নির্বাচনকে ঘিরে ভোটার-সমর্থকদের মধ্যে চলছে নানা তর্ক-বিতর্ক টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৯ জন প্রার্থী।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৩জন। তন্মধ্যে আনারস প্রতীকের প্রার্থী জাফর আহমদ ও দিদার মিয়া পিতা-পুত্র, তবে পিতার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দিদার মিয়া। অন্য দিকে টেলিফোন প্রতীকে বর্তমান চেয়ারম্যান নুরুল আলম।

১৩ মে শুরু হওয়া প্রচার-প্রচারণায় আটঘাট বেঁধে নির্বাচনী মতবিনিময়-পথসভায় ভোটারদের নানা প্রতিশ্রুতি-প্রত্যাশা তুলে ধরেন। এসময় বিভিন্ন নেতাদের দেখা গেছে মতবিনিময়-পথসভায় তাদের পক্ষে কাজ করতে।

কক্সবাজার সদর উপজেলায় নবনির্বাচিত বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন সহ নেতাকর্মীদের দেখা গেছে টেলিফোন প্রতীকের প্রার্থী নুরুল আলমের পক্ষে প্রচারণায়। অন্যদিকে আনারস প্রতীকের প্রার্থী জাফর আহমদের পক্ষে দেখা যায় সাবেক এমপি আব্দুর রহমান বদি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, হ্নীলা ও সাবরাংয়ের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এবং নুরুল হোসেনসহ নেতাকর্মীদের।

এ দ্বিমুখী ভোট যুদ্ধে নুরুল আলম-জাফরের সমর্থকদের মধে চলছে নানা গুঞ্জন।
জনমতে জরিপ কিংবা নির্বাচনী তর্কে
নিজেদের পছন্দের প্রার্থীকে এগিয়ে রাখছেন সমর্থকেরা।

তবে সাধারণ ভোটারেরা জানান, ‘ দু’জনে ক্ষমতাসীন দলের নেতা’ দীর্ঘদিনের মাদকের দুর্নাম মুছে স্মার্ট, পর্যটনবান্ধব মডেল উপজেলা গড়বে এমন উপজেলা চেয়ারম্যান দরকার’ ‘কোনো প্রকার নাশকতা ছাড়াই সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। এছাড়া ভোটের দিনে দুপক্ষের মধ্যে  গোলযোগ-বিশৃঙ্খলা’সহ নানা শঙ্কার কথাও তুলে ধরছেন তারা।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে,
ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬০ টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লাখ ৮০ হাজার ৮০৩ ভোটার, এর মধ্যে পুরুষ  ৯২ হাজার ৭৫ জন ও মহিলা ভোটার রয়েছে ৮৮ হাজার ৭২৬ জন।

পাঠকের মতামত

উখিয়ায় বিপিজেএফ'র পরিচিত পর্ব ও প্রথম সভায় বক্তারা পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করার আহবান

         বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদ্য গঠিত উখিয়া উপজেলা শাখার পরিচিত পর্ব ও প্রথম ...

শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...

উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

         কক্সবাজারের উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ (তম) হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ...

রাজাপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ মুহসিন শ্রমিক-জনতার জীবনমান উন্নয়নে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই

         মুমিনদের জীবন হবে সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো একটি জীবন। যে জীবন অতিবাহিত করার মাধ্যমে অনন্ত ...