ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ২৮, ২০২৪ ৮:৪৭ পিএম

প্রতিনিধি।

রাত পোহালে-ই উপজেলা পরিষদের নির্বাচন। ৩ টি পদে ১১ প্রার্থী নির্বাচন করছেন, এরইমধ্যে দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণা এবং ভোটারের কৌশলে কেউ কারো চেয়ে কম নয়। একেবারে শেষ মুহূর্তে উভয়ে একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত বাকযুদ্ধে নির্বাচনী মাঠে উত্তেজনায় ভোটাররা শ্যাম রাখি না কুল রাখি এ অবস্থায় পড়ে।

জানা গেছে, এ উপজেলায় চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের একজন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী৷ তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন৷ অপরজন হলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা আবুল মনসুর চৌধুরী (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন৷ ২ চেয়ারম্যান প্রার্থীই নির্বাচনী প্রচারনার মধ্যে আনারস মার্কার প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী এগিয়ে থাকলেও ২ জনের মধ্যে শেষ পর্যন্ত লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছেন ভোটাররা।

এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাংবাদিক রাসেল চৌধুরী তালা মার্কা , সাংবাদিক গফুর চৌধুরী চশমা মার্কা , গফুর উল্লাহ বই মার্কা , কামাল উদ্দিন মিন্টু মাইক মার্কা প্রতীক নিয়ে এবং উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন৷ শেষ মুহূর্তে এসে তারা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে নির্ধারিত এলাকা চষে বেড়াচ্ছেন। সাধারণ ভোটারদের দাবি ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী মিন্টু । তবে ভোটারদের মতে মূল লড়াই হবে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেল চৌধুরী ও উখিয়া উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর মধ্যে। এই ২ জনের মধ্যে যে কোন একজন বিজয়ের হাসি হাসবেন বলে এমনটি ধারণা করছেন ভোটের সমীকরণ বিশ্লেষণকারী বিভিন্ন মহল।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবী কলস মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন৷ বাকী দু’জন হচ্ছেন, সানজিদা আক্তার নূরী প্রজাপতি মার্কা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার হাঁস মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন৷ প্রচারণায় ও নির্বাচনের বিভিন্ন কলা কৌশল এবং মেরুকরনে কমরুনেসা বেবি এগিয়ে রয়েছেন বলে দাবি করছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ । তবে কামরুনেচ্ছা বেবি ও শাহীন আক্তারের মধ্যে লড়াই হবে ক্ষেত্র বিশেষে সমান তালে আবার অনেক ক্ষেত্রে বেবির পাল্লা দ্বিগুণ ভারী বটে।

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, আগামী ২৯ মে উখিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩১২ জন। এর মধ্যে ৭৭ হাজার ৪৭ জন পুরুষ এবং মহিলা ভোটার ৭২ হাজার ২৬৫ জন। উপজেলা প্রথম বারের মতো ভোটাররা ইভিএমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন৷

অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় বিপিজেএফ'র পরিচিত পর্ব ও প্রথম সভায় বক্তারা পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করার আহবান

         বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদ্য গঠিত উখিয়া উপজেলা শাখার পরিচিত পর্ব ও প্রথম ...

শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...

উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

         কক্সবাজারের উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ (তম) হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ...

রাজাপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ মুহসিন শ্রমিক-জনতার জীবনমান উন্নয়নে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই

         মুমিনদের জীবন হবে সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো একটি জীবন। যে জীবন অতিবাহিত করার মাধ্যমে অনন্ত ...