ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ২৫, ২০২৪ ৯:৪৪ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ঝরনা দেখতে গিয়ে অপহৃত রেদুয়ানকে একদিন পর উদ্ধার করেছে পুলিশ।গতকাল দুইজনের মধ্যে একজন ফিরে এসেছে।শনিবার (২৫মে) সন্ধ্যায় বাহারছড়া গহীন পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়।এর আগে শুক্রবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া বাঘঘোনা বাজারের পূর্বে ঝর্ণা দেখতে গিয়ে তারা অপহরণের শিকার হন।বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক দস্তগীর হোসেন চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।জানা যায়,শুক্রবার অপহরণকারীদের কবল থেকে রক্তাক্ত অবস্থায় ফয়জুল কবির রিয়াদ কোন রকমে পালিয়ে আসেন।পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
অপহৃত উদ্ধার রেদুয়ান ও আহত রিয়াদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব রূপকানিয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে এবং টেকনাফ আবু হানিফ মার্কেট ইত্যাদি ইলেকট্রিক ও লাইব্রেরি দোকানের মালিক।

ফয়জুল কবির রিয়াদ বলেন,আমাদের দোকানের কর্মচারী ঝর্ণা দেখতে যাওয়ার কথা বলে দুই ভাইকে তাদের এলাকায় নিয়ে যায়।পরে কয়েকজন দুর্বৃত্ত পাহাড়ে এসে আমাদের অপহরণ করে।এ সময় সুযোগ পেয়ে আহত অবস্থায় আমি পালিয়ে চলে আসি।আমার ছোট ভাই রেদুয়ান অপহরণকারীদের হাতে জিম্মি হয়।শনিবার সন্ধ্যায় গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আমার ছোটভাইকে উদ্ধার করেছে পুলিশ।তবে এ ঘটনার সঙ্গে দোকানের কর্মচারী জড়িত বলে আমার ধারণা।

স্থানীয় ইউপি সদস্য মো:ইলিয়াস বলেন,স্থানীয় এক যুবকের যোগসাজশে নোয়াখালী পাড়া ঝর্ণা দেখতে যাওয়ার কথা বলে তাদেরকে পাহাড়ের দিকে নিয়ে যায়।শুনেছি একজন রক্তাক্ত অবস্থায় অপহরণের কবল থেকে ফিরে এসেছে।অপরজনকে গহীন পাহাড় থেকে শনিবার সন্ধ্যায় উদ্ধার করে পুলিশ।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক দস্তগীর হোসেন চৌধুরী বলেন,দোকানের কর্মচারী বাহারছড়া নোয়াখালী পাড়ায় ঝর্ণা দেখার কথা বলে পাহাড়ে নিয়ে গিয়ে ডাকাতের হাতে তুলে দেয় দুই ভাইকে।গতকাল একজন রক্তাক্ত অবস্থায় অপহরণের কবল থেকে ফিরে এসেছে।খবর পেয়ে ঘটনাস্থলে অপহৃত রেদুয়ানকে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

পাঠকের মতামত

কুতুপালংয়ে লাইসেন্স বিহীন শতাধিক ফার্মেসী!

         উখিয়ার কুতুপালং এলাকায় রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো লাইসেন্স বিহীন ফার্মেসী। ওষুধের দোকানগুলোতে ...

সৈকত সড়ক বিলীনের আশঙ্কা!

         কক্সবাজারের উখিয়ার মনির মার্কেট এলাকায় রেজুখালের করাল গ্রাসে ভাঙ্গনের কবলে পড়েছে কোর্টবাজার- ইনানীর সৈকত সড়ক। ...

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে

         ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ...

টেকনাফে ৬হাজার ইয়াবাসহ চালক আটক, অটোরিক্সা জব্দ

         কক্সবাজারের টেকনাফে যানবাহন তল্লাশি চালিয়ে৬হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ সালাম(২৩)নামে এক অটোরিক্সা চালককে আটক করেছে বর্ডার ...

চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু চাঁদাবাজ বদলেছে: হাসনাত

         বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারিত্ব আগের মতোই আছে, চাঁদাবাজিও আগের ...

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

         গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...