টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে দূর-দূরান্ত থেকে আসা উপকারভোগীদের বিশ্রামের জন্য ১০টি চেয়ার উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরান পল্লান পাড়ার যুব ও মানবিক কল্যাণ কমিটির শুভ উদ্বোধন ঘোষণা করলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী। উদ্বোধন উপলক্ষে শুক্রবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময়
পুরান পল্লান পাড়ার যুব ও মানবিক কল্যাণ কমিটির
সাইফুদ্দীন মোহাম্মদ মামুনকে সভাপতি ও মোঃ নুরুল কবিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নবগঠিত কমিটি গঠন করা হয় ।
অত্র অনুষ্ঠান পুরান পল্লান পাড়ার যুব ও মানবিক কল্যাণ কমিটির সভাপতি সাংবাদিক সাইফুদ্দীন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নুরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে সিনিয়র সাংবাদিক আশেক উল্লাহ ফারুকীর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এতে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সাংবাদিক নুরুল হোসাইন, পুরান পল্লান পাড়া যুব ও মানবিক কল্যাণ কমিটির সাংগঠনিক সম্পাদিকা কুলসুমা বেগম প্রমূখ।
এছাড়াও উক্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী দিল মোহাম্মদ, সহ-সভাপতি সালেহ আহমদ, জাহেদ হোসেন, নুরুল ইসলাম বেইগ্যা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সহ সাধারণ সম্পাদক আব্দুল করিম, অর্থ সম্পাদক মোঃ ফিরোজ আলম,
দপ্তর সম্পাদক হাসিনা বেগম, প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক নুপুর বড়ুয়া সহ সকল সদস্যগণ ও এলাকার শত শত জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী কমিটির শুভ উদ্বোধন ঘোষণা করে বলেন, আপনাদের উদ্যোগ প্রশংসনীয়। নবগঠিত এ কমিটি সকলের সেবায় পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে কাজ করবে সেটা আমার বিশ্বাস। প্রবাদ আছে দশের লাঠি একের বোঝা। তাছাড়া এই মহৎ কাজ করতে গিয়ে যদি আপনাদের কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন আমি সব ধরনের সহযোগিতা করতে চেষ্টা করব। পাশাপাশি এ মহৎ কাজ করতে গিয়ে যদি কেউ অযথা ষড়যন্ত্রমূলকভাবে হয়রানীর শিকার বা বিপদের সম্মুখীন হন তাহলে আমাকে জানাবেন আমিসহ সকলে আপনাদের পাশে থাকব ইনশাহআল্লাহ।
পাঠকের মতামত