মিয়ানমার থেকে টেকনাফে এলো ডাল বোঝাই ট্রলার
আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) দীর্ঘদিন পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে ৩৫০ বস্তা ফেলন ...
নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীর মো. ওসমান হত্যা মামলার আসামি রবিউল আলমকে (৩৮) অস্ত্র সহ গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
বুধবার (১৫ মে) তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন। তবে এবিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, ৪ মে বড় মহেশখালী ফকিরাকাটায় লবণ ডাকাতিতে বাঁধা দিলে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় ওসমানকে। এঘটনায় নিহত ওসমানের বড় ভাই আবুল হাশেম বাদি হয়ে ১২ মে ২৮ জনকে আসামি মহেশখালী থানায় একটি হত্যামামলা দায়ের করেন। যেখানে রবিউল আলমকে ২১ নাম্বার আসামি করা হয়েছে।
পাঠকের মতামত