আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে ৩ প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ মে) বিকালে টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেয়ালে পোস্টার লাগানোর দায়ে দুই (পুরুষ) ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিক উদ্দিন (মাইক), আবু সিদ্দিক (আবু) (চশমা), এবং এক মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার (মিলি) (পদ্মফুল) ৫ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, ‘উপজেলা নির্বাচনে আচরণবিধি প্রতিপালন-সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। প্রার্থীদের সতর্ক করা হয়েছে, যাতে দেয়ালে পোস্টার না লাগানো হয়। আচরণবিধি মেনেই তাদের প্রচার-প্রচারণা চালাতে হবে।’ এ ছাড়াও আচরণবিধি প্রতিপালন-সংক্রান্ত মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানান তিনি।
পাঠকের মতামত