সভাপতি- নুরুল আমিন সিদ্দিক, সম্পাদক- পলাশ বড়ুয়া
উখিয়া কেন্দ্রিয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় কেন্দ্রিয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: প্রথম ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। এতে সাংবাদিক নুরুল আমিন সিদ্দিককে সভাপতি ও সাংবাদিক পলাশ বড়ুয়াকে সম্পাদক নির্বাচিত করা হয়।
৬ সদস্যের ব্যবস্থাপনা কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি-বখতিয়ার আহমদ, সদস্য যথাক্রমে- সাংবাদিক শফিক আজাদ, মো: শফিউল আলম ও লাকী শর্মা।
এ সংক্রান্ত ১৫ মে (বুধবার) দুপুর ১ টার দিকে উখিয়া উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত সভা শেষে এই কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা ও সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ সলিম উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিদর্শক ছোটন কুমার চৌধুরী।
বক্তব্য রাখেন, সাংবাদিক নুরুল আমিন সিদ্দিক, উখিয়া অনলাইন প্রেসক্লাব সভাপতি শফিক আজাদ, রুমখাঁপালং সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সম্পাদক ও সাংবাদিক পলাশ বড়ুয়াসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সম্পাদকবৃন্দ।
এর আগে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি)-৩য় পর্যায় বার্ড অংশের সফল বাস্তবায়নের লক্ষ্যে মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
পাঠকের মতামত