প্রকাশিত:
মে ৬, ২০২৪ ৬:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক।
বৈরী আবহাওয়ার কারনে কলকাতা থেকে ছেড়ে আসা ইউএস-বাংলার ফ্লাইটের গন্তব্য চট্টগ্রামে নামতে পারেনি। এতে করে কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ফ্লাইটটি। যেখানে ৪৫ জন যাত্রী রয়েছে। তারা সবাই নিরাপদে আছে বলে জানা গেছে।
সোমবার (০৬ মে) বিকেল ৫ টার কিছু সময় আগে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে চট্টগ্রামে আসা কলকাতা থেকে ইউএস-বাংলার ফ্লাইট কক্সবাজারে জরুরি অবতরণ করেছে। যেখানে ৪৫ জন যাত্রী আছে। তারা সবাই নিরাপদে আছেন। তাদেরকে বিমানের মধ্যেই খাবার দেওয়া হয়েছে।
এদিকে বিকেলে সাড়ে ৫টা থেকে কক্সবাজারের উপর দিয়ে কালবৈশাখী বয়ে যাচ্ছে। কালবৈশাখীর সাথে বজ্রপাতও হচ্ছে। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোন খবরাখবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
পাঠকের মতামত