সৈকত সড়ক বিলীনের আশঙ্কা!
কক্সবাজারের উখিয়ার মনির মার্কেট এলাকায় রেজুখালের করাল গ্রাসে ভাঙ্গনের কবলে পড়েছে কোর্টবাজার- ইনানীর সৈকত সড়ক। ...
আবুল কালাম
প্রচন্ড গরম ও দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় টেকনাফ উপজেলায় এবার লবণের উৎপাদন দ্বিগুণ হয়েছে। লবণ চাষিরা জানান, আর কিছু এভাবে লবন উৎপাদিত হলে গত বছরের উৎপাদন ছেড়ে যাবে।
গতবছর ৭ হাজার ৬ শত ৫০ একর জমিতে ১ লাখ ৩২ হাজার মেট্রিকটন লবণ উৎপাদন হয়েছিল। যা ৯০ শতাংশ পলিথিন যুক্ত দানাদার সাদা লবণ।
চলতি বছরে একই জমিতে ১ লাখ ৮৫ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে বলে জানান টেকনাফ উপজেলা বিসিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এছাড়া বাজারে লবণের দাম বেশী হওয়ায় লবণ চাষিদের মুখে হাসি ফুটেছে।
পাঠকের মতামত