দলীয় সিদ্ধান্তে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা...

উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল 

ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ২, ২০২৪ ৭:৪৫ পিএম , আপডেট: মে ২, ২০২৪ ৯:১৩ পিএম

পলাশ বড়ুয়া ও শহীদুল ইসলাম::

নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী ৬ষ্ঠ উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় দফায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ । এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে ৩ জনপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে সকল প্রস্তুতি নিয়েও নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপির এক প্রার্থী।

বৃহস্পতিবার (২ মে) দিন শেষে উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, রাজাপালং ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হলদিয়াপালং ইউপি’র সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, উখিয়ার সিনিয়র সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা গফুর মিয়া চৌধুরী, উপজেলা জামায়াত নেতা গফুর উল্লাহ ও মোঃ মামুনুর রশিদ।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার ও সানজিদা আকতার নূরী।

অপরদিকে উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার সব প্রস্তুতি নিয়ে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলীয় সিদ্ধান্ত কে সম্মান জানিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী।

২ মে (বৃহস্পতিবার) বেলা দুই টায় তার ব্যক্তিগত অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উখিয়া উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচন-২৪ এর সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, তিনটি পদে ১৩জন মনোনয়ন দাখিল করেছেন। উখিয়া উপজেলার মোট ভোট কেন্দ্র ৬২টি। প্রথমবারের মতো উখিয়ায় ভোট হবে ইভিএমে।

উল্লেখ্য, ৬ষ্ঠ বারের মতো উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১২ উপজেলা পরিষদে ২৯ মে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এসব উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছে বা অনলাইনে মনোনয়নপত্র জমার দিন ছিল ২ মে। মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে। প্রত্যাহারের শেষ সময় ১২ মে।

প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।

এবার উখিয়াসহ ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে; বাকিগুলোয় ব্যালটে।

পাঠকের মতামত

সৈকত সড়ক বিলীনের আশঙ্কা!

         কক্সবাজারের উখিয়ার মনির মার্কেট এলাকায় রেজুখালের করাল গ্রাসে ভাঙ্গনের কবলে পড়েছে কোর্টবাজার- ইনানীর সৈকত সড়ক। ...

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে

         ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ...

টেকনাফে ৬হাজার ইয়াবাসহ চালক আটক, অটোরিক্সা জব্দ

         কক্সবাজারের টেকনাফে যানবাহন তল্লাশি চালিয়ে৬হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ সালাম(২৩)নামে এক অটোরিক্সা চালককে আটক করেছে বর্ডার ...

চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু চাঁদাবাজ বদলেছে: হাসনাত

         বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারিত্ব আগের মতোই আছে, চাঁদাবাজিও আগের ...

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

         গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে শীতের দোকানে চলছে কাপড় বেচা-কেনা

         কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে-বাইরে গড়ে ওঠা শীতের দোকানে চলছে কাপড়ের বেচা-কেনা।এতে অনেক রোহিঙ্গা নারী-পুরুষ ...