সৈকত সড়ক বিলীনের আশঙ্কা!
কক্সবাজারের উখিয়ার মনির মার্কেট এলাকায় রেজুখালের করাল গ্রাসে ভাঙ্গনের কবলে পড়েছে কোর্টবাজার- ইনানীর সৈকত সড়ক। ...
এফ এম সুমন।
কক্সবাজারের পেকুয়া উপজেলায় লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতে দিদারুল ইসলাম ও মোহাম্মদ আরাফাত নামের দুই লবণচাষীর মৃত্যু হয়েছে।
আজ ভোরে উপজেলার মগনামা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কোদাইল্যা দিয়া ও রাজাখালী ৭ ওয়ার্ডের ছরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের স্বজনেরা জানান, ভোর রাতে বৃষ্টিপাতের আশংকায় লবণ মাঠে পলিথিনে থাকা লবণ কুড়াতে যান দিদার, সেখানেই বজ্রপাতের শিকার হন। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷
এদিকে নিহত আরফাতের স্বজনেরা জানান , একইভাবে আজ ভোরে মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে আরফাতের মৃত্যু হয়।
মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত