ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪ ৮:৫২ পিএম

 

জাহাঙ্গীর আলম,টেকনাফ।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সহযোগিতায় ওয়ার্ড পর্যায়ে মেডিয়েটরস ফোরামের পাচঁ ব্যাচের প্রথম প্রশিক্ষণ কর্মশালা উখিয়ার ইনানী হোটেল ডেরা রিসোর্ট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯ টায় কর্মশালা উদ্বোধন করা হয়।এতে হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর হইতে ৯ নম্বর ওয়ার্ডের,ওয়ার্ড মেডিয়েটরস ফোরামের নেতৃবৃন্দগণ অংশগ্রহণ করেন।

জানা গেছে,ইউএনডিপির সহযোগিতায় শুরু হওয়া
হোয়াইক্যং মেডিয়েটরস ফোরামের নেতৃত্ববৃন্দের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সম্প্রদায় সমূহের নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান, দূর্বল জনগোষ্ঠীর ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ কর্মশালায় প্রধান অথিতি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন,হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেডিয়েটরস ফোরামের সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী,এতে সভাপতিত্বে করেন হোয়াইক্যং মেডিয়েটরস ফোরামের সাধারণ সম্পাদক হারুনর রশিদ সিকদার।

এতে আরও উপস্থিত ছিলেন মোঃ কেফায়েত উল্লাহ ন্যাশনাল কনসালটেন্ট, কমিউনিটি মবিলাইজেশন ইউএনডিপি এর উপস্থাপনায় উপস্থিত ছিলেন,

হোয়াইক্যং ইউপির ১ নম্বর ওয়ার্ড মেম্বার হাজী জালাল আহমদ, ২ নম্বর ওয়ার্ড মেম্বার সিরাজুল মোস্তফা চৌং, ১,২,৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ছেনুয়ারা বেগম রাজু,

ইউএনডিপি এর জেন্ডার স্পেশালিষ্ট মেহবুবা জেবিন, মেডিয়েটরস ট্রেনার আবদুস সামাদ, মনিটরিং এন্ড ইভালুয়েশনার আলিদা বিনতে সাকি, ন্যাশনাল কনসালটেন্ট সালেহা আকতার সহ নারী-পুরুষ প্রশিক্ষণার্থীগণ।এ প্রশিক্ষণ আগামীকাল ২৪/৪/২৪ইং ৩ ও ৪ নম্বর ওয়ার্ড ২৫/৪/২৪ইং তারিখ ৫ ও ৬ নম্বর ওয়ার্ড, ২৮/৪/২৪ইং তারিখ ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের মেডিয়েটরস ফোরামের নেতৃবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।

পাঠকের মতামত

টেকনাফে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধে এক যুবককে হত্যার অভিযোগ

         নিজস্ব প্রতিবেদক। কক্সবাজারের টেকনাফে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল ইসলাম ( রাশেদ) নামে ...

সেন্টমার্টিনদ্বীপে ৩ রিসোর্টে আগুন: প্রাথমিক ক্ষতি ৬ কোটি টাকা,৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

           কক্সবাজারের সেন্টমার্টিনদ্বীপে ৩ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে রিসোর্ট গুলোর প্রাথমিক ক্ষতি ৬ কোটি ...

চকরিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক

         কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় ডাকাতি করতে সড়কে ব্যারিকেড দেওয়ার সময় খবর পেয়ে তাৎক্ষণিক ...

উখিয়া ও টেকনাফে পৃথক ঘটনায় এনজিও কর্মী সহ দুটি লাশ উদ্ধার

         নিজস্ব প্রতিবেদক। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে  ডাম্পার (গাড়ি) ধাক্কায় এক নারী এনজিও কর্মী নিহত।অপর ...

রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত:ডাম্পার ও চালক আটক

         নিজস্ব প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন। ক্যাম্প ...