ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪ ৯:১০ পিএম , আপডেট: এপ্রিল ২২, ২০২৪ ৯:১১ পিএম

 

নিজস্ব প্রতিবেদক, উখিয়া:
কক্সবাজারের টেকনাফে কোনভাবেই বন্ধ হচ্ছে না অপহরণ। এবার জহির উদ্দিন আরমান (৫২) নামের এক পল্লী চিকিৎসকসহ ২ জন সিএনজি টেক্সির যাত্রীকে অপহরণ করেছে অপহরণকারী চক্র। তবে আরেকজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

গত রবিবার (২১ এপ্রিল) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, জহির উদ্দিনের ছোট ভাই থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুদ্দিন মুকুল।

তিনি প্রতিবেদককে জানান, অপহৃত জহির উদ্দিন আরমান টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকা বাহারছড়া শামলাপুর বাজারে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তাঁর নিজ বাড়ি উখিয়া উপজেলার থাইংখালী বাজার এলাকা। তিনি মাওলানা জাকের হোসেনের ছেলে। জহির উদ্দিন আরমান জরুরি প্রয়োজনে চেম্বার শেষে বাড়িতে যাওয়ার পথে টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকা হোয়াইক্যং-শামলাপুর সড়কের ঢালার ভেতর থেকে সিএনজি থামিয়ে তাঁকেসহ আরও এক যাত্রীকে অপহরণ করে পাহাড়ের গভীরের দিকে নিয়ে যায় সন্ত্রাসীরা।

তিনি বলেন, “পথে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে তাদের দুজনকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে অটোরিকশার চালক বিষয়টি পরিবারকে জানায়। এরপর ফোনে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।” বিষয়টি নিয়ে আমরা পারিবারিকভাবে আতংকের মধ্যে রয়েছি।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, জহির উদ্দিন আরমানকে আগামী ১২ ঘন্টার মধ্যে মুক্তি নাদিলে স্থানীয়দের সাথে গণজমায়েত করে পায়ে হেটে টেকনাফ হোয়াইক্যং ঢালা ও পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান ও তল্লাশি করা হবে। তিনি জহির উদ্দিন আরমানের দ্রুত মুক্তির দাবী জানান।

এদিকে অপহরণের খবর পেয়ে সোমবার দুপুরের দিকে উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেলের নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনসহ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ মো: রাসেল জানান, অপহৃত জহির ও তার সহযাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। মুক্তিপনের বিষয়টি আমরা অবগত নয়। অপহৃতদের দ্রুত সময়ের মধ্যেই উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।

স্থানীয়দের ধারণা, অপহরণকারী চক্রের সদস্যদের সাথে সিএনজি ড্রাইভার লম্বাবিল এলাকার মো. পেটানের সখ্যতা থাকতে পারে। তাঁকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে বের হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।

পল্লী চিকিৎসক জহির উদ্দিন আরমান ও তার সহযাত্রী অপহরণের বিষয়ে টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করছে। মুক্তিপনের বিষয়টি আমরা অবগত নয়। অপহরণকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

####

পাঠকের মতামত

  • ইনানীতে নুরুল হকের দখলকৃত ৩ একর রিজার্ভ জায়গা উদ্ধার করেছে বন বিভাগ
  • দেশ ও জনকল্যাণে স্বাধীন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই
  • নাফনদীতে কেওড়া ফল আনতে গিয়ে দুই সহোদর শিশুর মৃত্যু
  • উখিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-৮
  • জোড়া চেসিসের শতাধিক ট্রাক চলছে রাঙামাটিতে ; রাজস্ব বঞ্চিত সরকার
  • বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা মুসলিম গ্রেপ্তার
  • আওয়ামী লীগের ক্ষমতায় ইউপি চেয়ারম্যানের হরিলুট
  • রামুতে আত্মগোপনে থাকা আনসার সদস্যকে পুলিশে দিলেন ইউপি সদস্য
  • ধর্ম বিষয়ক উপদেষ্টা’র সাথে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়
  • রামু প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় ইউএনও রাশেদুল ইসলাম দেশ ও জনকল্যাণে স্বাধীন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই

               রামু প্রতিনিধি:: নানা আনন্দায়োজনে রামু প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার ...

    জোড়া চেসিসের শতাধিক ট্রাক চলছে রাঙামাটিতে ; রাজস্ব বঞ্চিত সরকার

               আলমগীর মানিক,রাঙামাটি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ উপায়ে বানানো ট্রাকে সয়লাব হয়ে পড়েছে দেশের রাস্তাগুলো। ...

    বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা মুসলিম গ্রেপ্তার

              নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হলদিয়াপালং ...