ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪ ৯:০৫ পিএম , আপডেট: এপ্রিল ২১, ২০২৪ ১:১৩ এএম

 

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলীতে একটি আকাশমণি বাগানের নীচে মাত্রাতিরিক্ত মদ্যপানে এক বৃদ্ধের মৃত্যুর হয়েছে।

শনিবার (২০ এপ্রিল)বিকেল আনুমানিক ৩টার দিকে ঘুমধুম ইউপিস্থ ৯ নং ওয়ার্ডের রেজু বরইতলী বাজারের পুর্ব পাশে আকাশমণি  বাগানে একটি অজ্ঞাতনামা লাশ পড়ে থাকতে দেখে জনতা তাৎক্ষণিক ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে  এসআই ধর্মজিত সিংহা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে মৃত দেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট  তৈরি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি  ব্রাম্মনবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার হারেশপুর গ্রামের মৃত গোলকচাঁন দাশ’র ছেলে সুকমল দাশ(৫৩)। মৃত ব্যক্তি উখিয়া উপজেলার পশ্চিম রত্ননাপালং এলাকায় ভাড়ায় থেকে মুছির কাজ করতেন।

এ বিষয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ২০ এপ্রিল যে কোন সময়ে অত্র এলাকার চাকমা পাড়া হইতে অতিরিক্ত মদপান করার কারণে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছি। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

নাইক্ষ্যংছড়ি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান  বলেন, বৃদ্ধের মৃত্যুর বিষয়ে অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে  মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

পাঠকের মতামত

চকরিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক

         কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় ডাকাতি করতে সড়কে ব্যারিকেড দেওয়ার সময় খবর পেয়ে তাৎক্ষণিক ...

উখিয়া ও টেকনাফে পৃথক ঘটনায় এনজিও কর্মী সহ দুটি লাশ উদ্ধার

         নিজস্ব প্রতিবেদক। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে  ডাম্পার (গাড়ি) ধাক্কায় এক নারী এনজিও কর্মী নিহত।অপর ...

রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত:ডাম্পার ও চালক আটক

         নিজস্ব প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন। ক্যাম্প ...

উখিয়ায় বিপিজেএফ'র পরিচিত পর্ব ও প্রথম সভায় বক্তারা পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করার আহবান

         বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদ্য গঠিত উখিয়া উপজেলা শাখার পরিচিত পর্ব ও প্রথম ...